প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ৩:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৯, ২০২৪, ২:০৭ পি.এম
উলিপুরে পাট চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত
জাহিদ আল হাসান, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে পাটচাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১৯ আগস্ট) উপজেলা পরিষদ হল রুমে দিনব্যাপী পাট বীজ উৎপাদনকারী পাটচাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে পাট বীজ উৎপাদন সম্প্রসারণ শীর্ষক (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় কৃষকদের নিয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে ৭৫ জন পাট চাষী অংশগ্রহন করেন। এসময় বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার আতাউর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোশারফ হোসেন, জেলা পাট উন্নয়ন অফিসার আব্দুল আউয়াল সরকার, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা(অতিরিক্ত দায়িত্ব) আনিসুর রহমান প্রমুখ।
Copyright © 2024 সকালের বাংলা. All rights reserved.