![](https://sokalerbangla.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
জাহিদ আল হাসান, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে পারিবারিক কলহের জেরে আয়নাল হোসেন(৬৫) নামের এক বৃদ্ধ গলায় রশি দিয়ে গাছের ডালের সাথে ঝুলে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে ধামশ্রেনী ইউনিয়নের ঠাঁকুরবাড়ি বাজারে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে বাড়ির পার্শ্ববর্তী পুকুর পাড়ের গাছের ডালে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে স্বজনরা পুলিশকে খবর দেয়। আয়নাল হোসেন পাইকপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, আয়নাল হোসেন প্রায় ২০ বছর পূর্বে ধামশ্রেনী ইউনিয়নের পাইকপাড়া থেকে ঠাঁকুরবাড়ি বাজারের পাশে বসতবাড়ি করেন। সেখানে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে জীবন-যাপন করে আসছিলেন। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্ত্রীর সাথে অভিমান করে বাড়ির পার্শ্ববর্তী পুকুর পাড়ে গাছের ডালে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
এবিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) জিল্লুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। ময়না তদন্তের জন্য মরদেহ কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে।