কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় সপ্তম শ্রেণির এক স্কুল ছাত্রীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে রোববার(২৭ এপ্রিল) বিকেলে উপজেলার থেতরাই ইউনিয়নে।
জানা গেছে, দীর্ঘদিন থেকে ওই শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো নেশাগ্রস্থ বখাটে যুবক মাঈদুল ইসলাম(২১)। ঘটনার দিন বিদ্যালয় থেকে বাড়ী ফেরার পথে আবারো প্রেমের প্রস্তাব দিলে ওই শিক্ষার্থী তা প্রত্যাখ্যান করেন। এরপর বখাটে যুবক মাঈদুল ওই শিক্ষার্থীকে মারধর ও দা দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অভিযুক্ত মাঈদুল ইসলাম থেতরাই ইউনিয়নের কিশোরপুর গ্রামের কুমারপাড়া গ্রামের শাহাদাত হোসেনের ছেলে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ হারুন অর রশিদ জানান, ওই শিক্ষার্থীকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এবিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) জিল্লুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও হাসপাতালে গিয়ে ওই শিক্ষার্থীর খোঁজখবর নেয়া হয়েছে। অভিযুক্ত যুবককে গ্রেপ্তারে চেষ্টা চলছে।