প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ১:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৯, ২০২৪, ৩:২৪ পি.এম
উলিপুরে রাস্তা নিয়ে বিরোধ, ভাতিজাকে কুপিয়ে জখম

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে পারিবারিক চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে ভাতিজাকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে, পৌরসভার রামদাস ধনিরাম পোদ্দার পাড়া গ্রামে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
মামলা সূত্রে জানা গেছে, গত সোমবার পৌরসভার রামদাস ধনিরাম পোদ্দারপাড়া গ্রামের পারিবারিক রাস্তা চলাচলের বিরোধ নিয়ে চাচা মোজাম্মেল হক মানিকের সাথে ভাতিজা জাকির হোসেনের বিবাদ হয়। এরই একপর্যায়ে মানিক তার লোকজনসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জাকিরের উপর হামলা চালায়। এসময় জাকির তার হাত দিয়ে আত্মরক্ষার চেষ্টা করলে জাকিরের হাতে কয়েকটি কোপ লেগে গুরুতর আহত হয়। পরে তার আত্মচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে জাকিরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। জাকিরের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় গত ৮ অক্টোবর জাকিরের মা জাহানারা বেগম বাদি হয়ে মোজাম্মেল হক মানিককে প্রধান আসামি করে ৩ জনের নামে উলিপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাহমুদুল হাবীব মন্ডল জানান, আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে।
Copyright © 2025 সকালের বাংলা. All rights reserved.