প্রিন্ট এর তারিখঃ মে ২৪, ২০২৫, ৯:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৮, ২০২৪, ৪:০২ পি.এম
উলিপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রিফিং প্যারেড

জাহিদ আল হাসান, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে উলিপুর থানার আয়োজনে স্টেডিয়াম মাঠে ব্রিফিং প্যারেডে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে এসআই আনিসুর রহমান আনিসের সঞ্চালচনায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আতাউর রহমান, উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু বক্কর সিদ্দিক, এসআই আজাহারুল ইসলাম, আনসার ও ভিডিপি'র উপজেলা প্রশিক্ষক শরিফুল ইসলাম প্রমুখ।
ব্রিফিং প্যারেডে উপস্থিত পুলিশ সদস্য, গ্রাম পুলিশ সদস্য ও আনসার সদস্যগণের উদ্দেশ্যে শারদীয় দুর্গাপূজা নিরাপত্তার সাথে সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন করার জন্য গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করা হয়।
Copyright © 2025 সকালের বাংলা. All rights reserved.