প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ১০:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৯, ২০২৪, ৩:০৬ পি.এম
উলিপুরে সেচ পাম্পে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে একজনের মৃত্যু
জাহিদ আল হাসান, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে সেচ পাম্পে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে আব্দুর রাজ্জাক (৪০) নামে এক মুদি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, শনিবার (১৯ অক্টোবর) সকালে নেফড়া এলাকায়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নেফড়া এলাকার আকতারুজ্জামানের ছেলে আব্দুর রাজ্জাক শনিবার সকালে বাড়ির পাশে থাকা পুকুরে পানি নিস্কাসনের প্রস্তুতি নিচ্ছেলেন। এ সময় সেচ পাম্পে সংযোগ দিতে গিয়ে অসাবধনতাবসত বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়েন। ঘটনা দেখে পাশে থাকা তার ছেলে রুবায়েত মিয়া ডাকচিৎকার শুরু করলে প্রতিবেশিরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ সময় কর্তব্যরত চিকিৎসক আব্দুর রাজ্জাককে মৃত ঘোষনা করেন। আব্দুর রাজ্জাক নেফড়া এলাকায় ইটভাটা সংলগ্ন এলাকার মুদি দোকানী ছিলেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মেহেরুল ইসলাম জানান, আব্দুর রাজ্জাক নামের ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়।
গুনাইগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আল হেলাল মাহমুদ জানান, নিহতের পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।
Copyright © 2024 সকালের বাংলা. All rights reserved.