প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ১০:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৩১, ২০২৪, ১২:৫৭ পি.এম
উলিপুরে হাফেজী মাদ্রাসার শিক্ষার্থীরা পেল পুলিশ সুপারের উপহার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কনকনে ঠান্ডায় কুড়িগ্রামের উলিপুরে হাফেজী মাদ্রাসার শিক্ষার্থীদের উপহার হিসেবে শীতবস্ত্র প্রদান করেছেন পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।
মঙ্গলবার(৩০ জানুয়ারি) রাতে উলিপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের একটি হাফেজী মাদ্রাসায় পুলিশ সুপারের পাঠানো এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র(কম্বল) হাতে পেয়ে শিক্ষার্থীরা বলেন, কয়েক বছর থেকে মাদ্রাসায় পড়াশুনা করছি। কেউ আমাদের কম্বল দেয়নি। এই প্রথম আমরা কম্বল পেলাম। আমরা এসপি স্যারের জন্য দোয়া করি, আল্লাহ্ তাকে ভাল রাখবেন।
পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম জানিয়েছেন, কুড়িগ্রামের প্রত্যন্ত চরাঞ্চল ও প্রত্যেক উপজেলার বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল ও সোয়েটার বিতরণ করা হয়েছে। কুড়িগ্রাম জেলা পুলিশ সবসময় অসহায় মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।
Copyright © 2025 সকালের বাংলা. All rights reserved.