প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৪, ১:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৩, ২০২৪, ১:৩৩ পি.এম
উলিপুরে ২২ বোতল ফেন্সিডিলসহ ৫ টি মাদক মামলার আসামী গ্রেফতার
কুড়িগ্রামের উলিপুরে ২২ বোতল ফেন্সিডিলসহ ৫ টি মাদক মামলার আসামী স্বপন কুমার দাস (৪০)কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
পুলিশ জানায়, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে কুড়িগ্রাম সদরের কেতারমোড় টু উলিপুর রোডে ধাওয়া করে উলিপুর উপজেলার পাঁচপীর এলাকায় একটি মোটরসাইকেলযোগে মাদক পরিবহনের সময় ২২ বোতল ফেন্সিডিলসহ পূর্বের ৫ টি মাদক মামলার আসামী নাগেশ্বরী দক্ষিণ রামখানা এলাকার স্বপন কুমার দাসকে গ্রেফতার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলটি জব্দ করে পুলিশ।
কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ সাজ্জাদ হোসেন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারি স্বপন কুমারের বিরুদ্ধে কুড়িগ্রাম থানায় ১ টি, নাগেশ্বরী থানায় ৩ টি ও ফুলবাড়ী থানায় ১ টি মাদক মামলা সহ মোট ৫ টি মাদক মামলা রয়েছে। এ বিষয়ে উলিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2024 সকালের বাংলা. All rights reserved.