আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ বৃহস্পতিবার দিনব্যাপী আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের উন্নয়ন প্রকল্পের আওতায় ২ দিন ব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
এবং খামারি এপস ব্যবহারের মাধ্যমে সার সুপারিশ প্রদর্শনী প্লট পরিদর্শন,saao গনের সাপ্তাহিক মিটিং এ দিক নির্দেশনা প্রদান করেন এবং রাজস্ব খাতের আওতায় রোপা আমন প্রদর্শনী পরিদর্শন, কৃষি প্রনোদনা কর্মসুচির আওতায় রোপা আমনের সমলয়ের প্রদর্শনী পরিদর্শন এবং কৃষকদের সাথে মতবিনিময় সভা করেছেন- বগুড়া অঞ্চল বগুড়ার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক, কৃষিবিদ সরকার শফি উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের উপপরিচালক বাবলু কুমার সূত্রধর, জেলা প্রশিক্ষণ অফিসার এ.কে.এম মফিদুল ইসলাম প্রমুখ।
এতে সভাপতিত্ব করেন, উল্লাপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি অফিসার কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমী।
এসময়ে উল্লাপাড়া উপজেলা কৃষি অফিসের কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ আসয়াদ বিন খলিল রাহাত, কৃষিবিদ মোঃ শাহাবুদ্দিন আহমেদ, উদ্ভিদ সংরক্ষণ অফিসার কৃষিবিদ মোঃ সরোয়ার হোসেন সহ অন্যান্য কর্মকর্তা ও কৃষক- কৃষাণীরা উপস্থিত ছিলেন।