আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২০২৪ -২৫ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ২৫০ জন কৃষক- কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে প্রত্যেক কৃষক-কৃষাণীকে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
উল্লাপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে,
সোমবার (২৪ মার্চ) সকালে উপজেলা কৃষি অফিসে সামনে থেকে উক্ত বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত এবং সভাপতিত্ব করেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুবর্ণা ইয়াসমীন সুমী। এসময়ে উল্লাপাড়া উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা বশির উদ্দিন, উপজেলা আইসিটি কর্মকর্তা রাহেন বাদশা, উপজেলা কৃষি অফিসের অতিরিক্ত কৃষি অফিসার মোঃ আসায়াদ বিন খলিল রাহাত, কৃষি সম্প্রসারণ অফিসার মোছাঃ সাজেদা আকতার ইতি, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ রফিকুল ইসলাম, উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ সরোয়ার হোসেন, উপ-সহকারী কৃষি অফিসার আব্দুল আলিম সহ অন্যান্য উপসহকারী সহ কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।