সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উল্লাপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জের আয়োজনে
বৃহস্পতিবার (২৪ অক্টোবর)
উল্লাপাড়া উপজেলার কয়ড়া ইউনিয়নের চরপাড়া গ্রামের ঈদগাহ মাঠে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত উপ-পরিচালক কৃষিবিদ এ.কে.এম. মফিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) কৃষিবিদ মো:জিয়াউর রহমান। উক্ত কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ও সভাপতিত্ব করেন, উল্লাপাড়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুবর্ণা ইয়াসমীন সুমী।
এ সময়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উল্লাপাড়া সিরাজগঞ্জের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ সরোয়ার হোসেন, উপসহকারী কৃষি অফিসার মোঃ আব্দুল আলীম, নাজমুল হাসান, এসএএও গোলাম মোহাম্মদ (অবঃ),মোঃ আল্লামা ইকবাল হোসেন, মোঃ রমজান আলী, মোঃ আলমগীর হোসেন, মোঃ আরিফ মাহমুদ মিয়া, মোঃ সাকিল আহমেদ, মোছাঃ রোমানা ফেরদৌস, মোঃ বশির উদ্দিন, মোঃ তানভীর ইসলাম সহ অন্যান্য উপ-সহকারী কৃষি অফিসার, কৃষক -কৃষাণীনেরা উপস্থিত ছিলেন ।