প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৮:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৬, ২০২৪, ৩:৫৮ এ.এম
উল্লাপাড়ায় প্রায় ১৬ হাজার কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে রবি মৌসুমে কৃষি প্রণোদনা হিসাবে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উল্লাপাড়া, সিরাজগঞ্জের আয়োজনে,
মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল হতে উল্লাপাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে উল্লাপাড়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমী'র সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত প্রধান অতিথি হিসাবে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
কৃষি অফিসার কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমী জানান, এ বছর কৃষকদের মাঝে এক বিঘা করে জমি চাষের জন্য ইউনিয়ন ভেদে ১ কেজি সরিষা, গম, ভুট্টা, অড়হর, মসুর, খেসারী, বাদাম ও শীতকালীন পেঁয়াজ বীজ প্রদান করা হয়েছ। প্রত্যেক কৃষক কে ১০'কেজি ডিএপি ও ১০' কেজি এমওপি সারও বিনামূল্যে দেওয়া হয়। আগামী ২ দিনে উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌর সভার মোট ১৫ হাজার ৪৩০ জন কৃষক কে এসব সার বীজ প্রদান করা হবে। বিনামূল্যের এসব সামগ্রী কৃষি উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে ।
এসময়ে উল্লাপাড়া উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো. সরোয়ার হোসেন, উপ-সহকারী কৃষি অফিসার মোঃ আব্দুল আলীম সহ অন্যান্য কর্মকর্তা -কর্মচারীগণসহ প্রায় শতাধিক কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
Copyright © 2024 সকালের বাংলা. All rights reserved.