প্রিন্ট এর তারিখঃ মে ১৩, ২০২৫, ৩:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৩১, ২০২৪, ১২:৪৯ পি.এম
উল্লাপাড়ায় বারি সরিষা-১৭ এর মাঠ দিবস অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বড়হর ইউনিয়নের পাগলা দক্ষিণ পাড়ায় রাজস্ব খাতের অর্থায়েন রবি /২০২৩-২৪
রবি মৌসুমে নতুন জাতও প্রযুক্তি সম্প্রসারণের স্থাপিত সরিষা প্রদর্শনীর কৃষক-কৃষাণীদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ জানুয়ারি) সকালে উল্লাপাড়া উপজেলার পাগলা দক্ষিণ পাড়া গ্রামে উল্লাপাড়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমী
সভাপতিত্বে এ মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জের উপপরিচালক কৃষিবিদ বাবলু কুমার সূত্রধর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, জেলা প্রশিক্ষণ অফিসার এ, কে,এম, মফিদুল ইসলাম।
এসময়ে অনুষ্ঠানে উল্লাপাড়া উপজেলা কৃষি অফিসের অতিরিক্ত কৃষি অফিসার মোঃ আসয়াদ বিন খলিল রাহাত, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ সরোয়ার হোসেন সহ অফিসের অন্যান্য কর্মকর্তা -কর্মচারী, উপসহকারীগণ
এবং পাগলা দক্ষিণ পাড়া গ্রামের বিপুল সংখ্যক কৃষক- কৃষাণী ও সমাজের বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বারি সরিষা-১৭ এর ভাল ফলন ফলিয়ে দেশের চাহিদা মিটিয়ে তেলে স্বয়ং সম্পন্ন হওয়ার জন্য কৃষকদের উপর জোর তাগিদ প্রদান করেন।
অপরদিকে, উল্লাপাড়া উপজেলার ঘোষগা্তী কৃষক প্রশিক্ষণ কেন্দ্র কৃষক কৃষাণীদের নিয়ে দু'দিনব্যাপী ২ টি গ্রুপে কৃষক- কৃষাণীদের প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
Copyright © 2025 সকালের বাংলা. All rights reserved.