প্রিন্ট এর তারিখঃ মে ২১, ২০২৫, ১:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২০, ২০২৫, ৪:৫০ পি.এম
উল্লাপাড়ায় সলপ ইউনিয়নে কৃষকের ফসলের মাঠ দিবস অনুষ্ঠিত।

আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জঃ
আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্প (২য় সংশোধিত) এর আওতায় ফসল বোরো জাত ব্রিধান-৮৯ এর RDADP মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উল্লাপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে,
মঙ্গলবার (১৯ মে-২০২৫) সকাল ১১ টার দিকে উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়ন সোনতলা ব্লকের কানসোনা'য় কৃষক দবির এর বাড়িতে উক্ত কৃষকের মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, উল্লাপাড়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুবর্ণা ইয়াসমীন - সুমী।
এতে সভাপতিত্ব করেন, স্থানীয় সমাজসেবক তছলিম উদ্দিন সরকার এবং সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসের অতিরিক্ত কৃষি অফিসার মোঃ আসয়াদ বিন খলিল রাহাত, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ সরোয়ার হোসেন এবং
অনুষ্ঠান পরিচালনা করেন, উপ-সহকারী কৃষি অফিসার আল্লামা ইকবাল। এসময় মাঠ দিবস অনুষ্ঠানে, উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি অফিসার মোঃ আব্দুল আলিম, স্বপন কুমার বসাক, নূর মোহাম্মাদ, রুবেল রানা সহ অন্যান্য কর্মকর্তা, স্থানীয় ২০৩ জন কৃষক-কৃষাণী সহ স্থানীয় গন্যমান্যদের অনেকে উপস্থিত ছিলেন।
Copyright © 2025 সকালের বাংলা. All rights reserved.