প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৩:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৭, ২০২৪, ২:৪২ পি.এম
উল্লাপাড়ার রুয়াপাড়ায় রিলে ফসল প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত
আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জ ঃ আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষিউন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার সলঙ্গার নাইমুড়ি রুয়াপাড়ায় রিলে ফসল প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উল্লাপাড়া সিরাজগঞ্জের আয়োজনে,
শনিবার বিকেলে সলঙ্গার নাইমুড়ি রুয়াপাড়ায় উক্ত রিলে ফসল প্রদর্শনীর মাঠ দিবস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকার পরিচালক(ভারপ্রাপ্ত) , সরেজমিন উইং, কৃষিবিদ মোঃ মোজদার হোসেন এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি, বগুড়া অঞ্চল বগুড়ার অতিরিক্ত পরিচালক কৃষিবিদ সরকার শফি উদ্দীন আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের অতিরিক্ত পরিচালক (শস্য) মোঃ মশকর আলী,সলঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান প্রমুখ । অনুষ্ঠান সঞ্চালনা করেন এবং স্বাগত বক্তব্য রাখেন, উল্লাপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সূর্বণা ইয়াসমীন সুমী। এসময়ে উল্লাপাড়া উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ সরোয়ার হোসেন, উপ-সহকারী কৃষি অফিসার মোঃ আব্দুল আলীম সহ অন্যান্য কর্মকর্তা -কর্মচারীগণ, প্রায় শতাধিক কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
Copyright © 2024 সকালের বাংলা. All rights reserved.