আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৫ অনুষ্ঠিত হয়। এতে ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
বুধবার (১৯ ফেব্রুয়ারী) সকালে ঝিকিড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উক্ত উপজেলায় ১৪ টি ইউনিয়ন ও ১ টা পৌরসভাসহ মোট ১৫ টি ইউনিয়ন নিয়ে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ এবং কাবিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার
আবু সালেহ মোহাম্মদ হাসনাত।
জানা যায় যে, প্রতি বছরের ন্যায় এবছরও বিভিন্ন প্রতিযোগিতায় ( ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ এবং কাবিং মিলে ৫২ টি ইভেন্টে) উপজেলার বিভিন্ন বিদ্যালয় অংশগ্রহণ করে পৌরসভার পাশাপাশি এবার প্রত্যন্ত অঞ্চলের বিদ্যালয় গুলো খুব ভালো করেছে। উধুনিয়া ইউনিয়ন এর উধুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত ফারিহা, ছোয়াদ আকন্দ, মোহনা খাতুন জীম চিত্রাংকন ও উপস্থিত বক্তব্যে প্রথম স্থান সহ উধুনিয়া ইউনিয়নে ১০ টিতে প্রথম স্থান সহ মোট ১৭ টি পুরষ্কার পেয়েছে। মোহনপুর ইউনিয়ন ১৬, বাঙ্গালা ইউনিয়ন ১৫ টি সহ প্রতিটি ইউনিয়ন কম বেশি পুরস্কার পেয়েছে। সবচেয়ে বড় বিষয় উপজেলা শিক্ষা অফিসার মোঃ ছানোয়ার হোসেন এর নেতৃত্বে ওনার পুরো টিম এর লক্ষ্য ছিলো শিক্ষা থেকে শুরু করে ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিটি বিষয়েই যেন শুধু শহর কেন্দ্রীক না হয়ে গ্রামের বিদ্যালয় গুলোও উন্নত করে। যার ফলশ্রুতিতে পুরো উপজেলার গ্রামের বিদ্যালয় গুলো যথেষ্ট ভালো করেছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ছানোয়ার হোসেন এর সভাপতিত্বে এবং সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ আব্দুর রাজ্জাক এর সাবলীল সঞ্চালোনায় এবং সকল শিক্ষকদের সার্বিক সহোযোগিতায় একটি সুন্দর ও সফল অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।