
গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি প্রতিনিধিঃ
ভারতে গান্ধী জয়ন্তী উৎসব উপলক্ষে একদিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। তবে পানামা পোর্ট অভ্যন্তরে মালামাল লোড-আনলোড কার্যক্রম স্বাভাবিক ছিলো। এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়েও পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিলো।
আজ মঙ্গলবার সকাল ১১ টায় বিষয়টি নিশ্চিত করছেন বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।
তিনি জানান,গতকাল সোমবার ভারতে মোহনদাস গান্ধীর জন্মদিন উপলক্ষে গান্ধী জয়ন্তী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ভারতে জাতীয় সরকারি ছুটি ছিলো। সে মোতাবেক ভারত হিলি কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট এসোসিয়েশন আমদানি-রপ্তানি বন্ধ রাখার সীদ্ধান্ত নেন। তাই গতকাল সোমবার আমদানি-রপ্তানি বন্ধ ছিলো। মঙ্গলবার (৩ রা অক্টোবর) সকাল ১১ টায় আমদানি-রপ্তানি পুনরায় চালু হয়েছে।
এদিকে পানামা পোর্ট লিংক লিমিটেড এর ব্যবস্থাপক (অপারেশন) অশিত কুমার শ্যারনাল জানান,গতকাল আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পোর্ট অভ্যন্তরে মালামাল লোড-আনলোড কার্যক্রম স্বাভাবিক ছিলো।
হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট ওসি শেখ আশরাফুল ইসলাম জানান,ভারতে গান্ধী জয়ন্তী দিবস উপলক্ষে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাাবিক ছিলো।
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                        
                        
                        
                        
                        
                        
                        
আপনার মতামত লিখুন :