এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, আমরা মানুষের জন্য কাজ করছি, আমাদের প্রতিজ্ঞা নিয়ে এগিয়ে যেতে হবে, আমরা বিগত ১৫ বছর স্বৈরাচরী হাসিনা সরকারের বিরুদ্ধে যুদ্ধ করেছি। আগামীতেও গণতন্ত্র প্রতিষ্ঠায় আমাদের যুদ্ধ করতে হবে। আর কখনো যেন এদেশের মাটিতে স্বৈরাচার জন্ম না নেয় সেভাবেই আমাদের কাজ করে যেতে হবে। স্বৈরাচার বন্ধ করার এক মাত্র পথ জনগণের হাতে ক্ষমতা তুলে দেওয়া। আর জনগণের হাতে ক্ষমতা তুলে দেওয়ার একমাত্র পথ নির্বাচন। নির্বাচনের মাধ্যমেই প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করবে।
আজ রবিবার (২৩ মার্চ) বিকালে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) চট্টগ্রাম মহানগরের আয়োজনে চট্টগ্রামের আনোয়ারায় মমতাজ কনভেনশন হলে একটি কমিউনিটি সেন্টারে, এক ইফতার মাহফিলে র্ভাসুয়ালি অংশগ্রহণ করে এনডিএম চেয়ারম্যান জননেতা ববি হাজ্জাজ, প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এনডিএম এর কেন্দ্রীয় জনসংযোগ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক চট্টগ্রাম মহানগরের সভাপতি মো. এমরান চৌধুরীর সভাপতিত্বে ও ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগরীর সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, এনডিএম কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাবেদুর রহমান জনির, চট্টগ্রাম মহানগর এনডিএম এর দপ্তর সম্পাদক মোঃ ওমর ফারুক, এনডিএম ছাত্র আন্দোরনের সভাপতি শাহারুফুল ইসলাম বাবু।
সভাপতির বক্তব্যে মো. এমরান চৌধুরী বলেন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) বিগত বছর গুলোতে যে ভুমিকা রেখেছেন বাংলার ইতিহাসে তা স্মরণীয় হয়ে থাকবে। আমরা দেশের সাধারণ মানুষের জন্য রাজনীতি করছি, মানুষের সেবা করতে রাজনীতি করছি।
স্বাধীনতার ৫৩ বছরে যত সরকার এসেছে এদেশকে তারা শোষন করেছে। প্রতিটি সরকার বিদেশে অর্থপাচার, ক্ষমতার অপব্যবহার, দলীয়করন ছাড়া আর কিছুই করেনি। এনডিএম গণতন্ত্র প্রতিষ্ঠায় বিশ^াসী, উন্নয়নে বিশ^াসী।
আমাদের নেতা ববি হাজ্জাজের নির্দেশ যারা দেশের স্বার্থে নিজেকে উৎসর্গ করতে পারবে তারাই এনডিএম এর কর্মী। ইনশাল্লাহ আমরা ক্ষমতায় গেলে ৬৮ হাজার বর্গকিলোমিটারের এই বাংলাদেশকে উন্নত দেশে পরিনত করব।
এনডিএম কেন্দ্রীয় নেতা মো. এমরান চৌধুরীর সার্বিক ব্যবস্থাপনায় ইফতার মাহফিলে এনডিএম এর চট্টগ্রাম মহানগর উত্তর, দক্ষিণ, মহানগরে নেতৃবৃন্দ, বিএনপি, জামায়াত ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, সমাজ সেবক, বিভিন্ন গণমাধ্যম ও পেশাজীবির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।