প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩, ২০২৪, ১১:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৩০, ২০২৪, ৬:৩৩ এ.এম
এ দায় কার ? কারো কি দায়বদ্ধতা নেই!
শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধি:- কয়রা-পাইকগাছার যে পয়েন্ট গুলো ভেঙে প্লাবিত সে পয়েন্ট গুলোর গুরুত্ব সকলের জানা। পানি উন্নয়ন বোর্ড,বর্তমান এবং সাবেক এমপি মহোদয়গণ,উপজেলা চেয়ারম্যান, ইউএনও অফিস কি সেটা জানতেন না! জানলে কেন দ্রুত সংস্কার করার পদক্ষেপ নেওয়া হয়নি? এমন অনেক প্রশ্ন কয়রা-পাইকগাছা বাসীর।কতকাল আর এই জনপদের মানুষ টেকসই বেড়িবাঁধের জন্য আন্দোলন করে চলবে।সরকারি বরাদ্দ সাথে সেচ্ছাসেবীদের দিয়ে হয়তো বাঁধ মেরামত হবে কিন্তু যে অপূরনীয় ক্ষতি সেটি পূরণ হবে কি?এমন প্রশ্ন জনমনে।তাদের মতে,আগে থেকে সাবধান হলে,বাঁধের দূর্বল পয়েন্ট গুলো মেরামত করলে হয়তো ক্ষতির হাত থেকে কিছুটা রেহায় পাওয়া যেত।কয়রা-পাইকগাছার বাঁধ গুলোতে এ পযর্ন্ত কত বরাদ্দ,কোন লাইসেন্সে কাজ হয়েছে, কোথায় কত টাকার কাজ হয়েছে জন সম্মুখে প্রকাশ করার দাবী জানিয়েছেন উপকূলবাসী।
বছরের পর বছর বেড়িবাঁধ সংস্করণ,বেড়িবাঁধ তৈরির নামে যারা সরকারি টাকা আত্মসাৎ করেছে তাদের নাম প্রকাশ করার ও জোর দাবি জানিয়েছেন তারা।
Copyright © 2024 সকালের বাংলা. All rights reserved.