প্রিন্ট এর তারিখঃ মার্চ ১১, ২০২৫, ১১:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১০, ২০২৫, ১০:৫৫ পি.এম
কক্সবাজারে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলায় নবাগত পুলিশ সুপার মোঃ সাইফউদ্দিন শাহীন যোগদানের পর কক্সবাজারের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে
মত বিনিময়সভা- ১০মার্চ বিকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই নবাগত পুলিশ সুপার আগত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন, এবং তাঁর কর্মময় জীবনে প্রথম কর্মস্থল হিসেবে কক্সবাজারের স্মৃতিচারণা করে বলেন। বর্তমান সময়ে সাংবাদিকরা হচ্ছে দেশ ও সমাজের দর্পণ হিসেবে অবহিত করেন। এতে তিনি আরও সাংবাদিকদের উদ্দেশ্যে পুলিশ সুপারের প্রতি কক্সবাজারবাসীর আকাঙ্ক্ষা জানতে চান। এবং সাংবাদিকরা তাদের বক্তব্যে পর্যটন-নগরী হিসেবে কক্সবাজার জেলার সমসাময়িক সমস্যা ও আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধগুলো তুলে ধরেন।
নবাগত পুলিশ সুপার, আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে সমস্যাগুলো নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পরিশেষে তিনি কক্সবাজার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ কক্সবাজার জেলাকে নিরাপদ রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, মোঃ জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান ও সহ সভাপতি কামাল হোসেন আজাদ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কক্সবাজারে কর্মরত বিভিন্ন স্থরের সাংবাদিকবৃন্দ।
Copyright © 2025 সকালের বাংলা. All rights reserved.