নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর;জেলায় কম্পিউটার প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরন করা হয়েছে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে শহর সমাজসেবা কার্যালয়।
দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের অধীনে ৮০জন কম্পিউটার প্রশিক্ষনার্থীদের মাঝে এ সনদপত্র বিতরণ করা হয়। এছাড়াও নতুন ব্যাচের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের সমন্বয় পরিষদের সভাপতি আসাদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক স্বপন কুমার হালদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক মো. মাহবুবুর রহমান, লক্ষ্মীপুর জজ কোর্টের আইনজীবী এডভোকেট নুর মোহাম্মদ, সমাজসেবা অফিসার মো. শরীফ হোসেন, সমন্বয় পরিষদের সহ-সভাপতি মো. আবদুল খালেক, নারী নেত্রী মমতাজ বেগম, মাছুমা বেগম প্রমুখ।
উক্ত অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রশিক্ষক মো. আব্দুর রশীদ।
অতিথিরা বলেন, জীবনে সফল হতে হলে দক্ষতা অর্জন করতে হবে। দক্ষতা অর্জন হলে কর্মসংস্থান তৈরি হবে। বর্তমান যুগে কম্পিউটারের গুরুত্ব সর্বাধিক। প্রত্যেক সেক্টরে কম্পিউটারের ব্যবহার রয়েছে। তাই কম্পিউটার প্রশিক্ষণের চাহিদা বেড়েই চলেছে। যারা কম্পিউটার প্রশিক্ষণ গ্রহন করেছে তাদের কোন না কোন ভাবে কর্মসংস্থান হয়েছে।