শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধি:-সরকারী পরিবহন সেবা জনগণের দোর গোড়ায় পৌছানোর লক্ষ্যে বিআরটিসি বাস গাবতলী হতে পাইকগাছা-কয়রা (ভায়া-ভাঙ্গা-গোপালগঞ্জ-খুলনা)রুটে বাস চলাচল করবে।বাংলাদেশ সড়ক পরিবাহন কর্পোশন গাবতলী বাস ডিপো প্রশিক্ষন কেন্দ্রের ম্যানেজার মোঃ মোসারফ হোসেন ছিদ্দিকী গত ১৩ই আগষ্ট এক পত্র দ্বারা খুলনা জেলা প্রশাসককে একটি পত্র দেন। যাহার অনুলুপি পরিচালক বিআরটিসি জেনারেল ম্যানেজার বিআরটিসি, পুলিশ সুপার খুলনা,ডেপুটী জেনারেল ম্যানেজার(অপারেশন), অফিসার ইনচার্জ কয়রা, পাইকগাছা, ডুমুরিয়া থানা ও খুলনা সদর থানায় পত্রের অনুলিপি প্রদান করা হয়েছে। উক্ত পত্রে জানানো হয়েছে,১৫ই আগষ্ট থেকে সরকারি পরিবহন সেবা জনগণের দোরগোড়ায় পৌছানোর লক্ষে বিআরটিসি গাবতলী বাস ডিপোর নিয়ন্ত্রনে ঢাকা-গুলিস্থান (সিবিএস-২) হতে পাইকগাছা,কয়রা (ভায়া-ভাঙ্গা-গোপালগঞ্জ-খুলনা) রুপে নিয়মিত ভাবে একতলা এসি ও নন এসি বাস পরিচালিত হবে।বাস গুলো সুষ্ট ভাবে উক্ত রুটে নিরাপদে চলাচল করার জন্য সকলকে সহযোগীতার অনুরোধ করেছেন মোঃ মোসারফ হোসেন ছিদ্দিকী।