
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ ২০২৪-২৫ খ্রিঃ অর্থবছরের খরিপ-১ মৌসুমের উফসি আউশ ধান ও পাট ফসলের আবাদ উৎপাদন ও বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনার আওতায় – সিরাজগঞ্জ কাজিপুর উপজেলার ক্ষুদ্রও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত হয়।
কাজিপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে,
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুর ২টার দিকে কাজিপুর উপজেলা কৃষি অফিসের সন্মুখ হতে উক্ত পাটবীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক। এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, কাজিপুর উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শরিফুল ইসলাম।
এ সময়ে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ ফয়সাল আহমেদ সহ উপ-সহকারী কৃষি অফিসার এবং সুবিধা ভোগী কৃষক-কৃষাণীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চলতি মৌসুমে ৩৫০ জন কৃষককে পাট বীজ ও ২৫০ জন কৃষককে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ করা হয়।