আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা বিএনপির বিশাল জনসভায় যোগ দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন খোকশাবাড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ নিজাম উদ্দিন ও তার সহযাত্রী।
ঘটনাটি ঘটে শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে, সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ি এলাকা থেকে মোটরসাইকেল শোভাযাত্রায় জনসভায় অংশ নিতে রওনা দেওয়ার সময়। কাজিপুর সড়কে পৌঁছালে দুর্ঘটনার শিকার হন তারা।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ শহরের নর্থ বেঙ্গল হাসপাতালে ভর্তি করেন। সেখানে বর্তমানে নিজাম উদ্দিনের চিকিৎসা চলছে।
বিএনপির নেতাকর্মীদের মতে, নিজাম উদ্দিন একজন দক্ষ ও নিবেদিতপ্রাণ রাজনৈতিক কর্মী। তার এই দুর্ঘটনায় দলের নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তারা তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।