প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৮, ২০২৪, ১২:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২০, ২০২৪, ৩:০১ পি.এম
কাজিপুরে স্বর্ণ কিশোরীদের সুরক্ষায় সচেতনতামূলক অনুষ্ঠানে স্যানিটারি সামগ্রী বিতরণ
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জের কাজিপুরে স্বর্ণ কিশোরীদের সুরক্ষা ও সচেতনতামূলক আলোচনা সভা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে শহীদ এম মনসুর আলী অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। গত ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি। বক্তব্যে তিনি সুস্থ জাতি গঠনে স্বর্ণ কিশোরীদের শারীরিক ও মানসিক সুস্বাস্থ্যের গুরুত্ব উল্লেখ করেন এবং সচেতন হতে আহ্বান জানান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোমেনা পারভীন পারুলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামীম আরা, সোসাল মার্কেটিং কোম্পানির বিভাগীয় প্রধান কাজী মোঃ জাফরুল্লাহ, এবং সিনিয়র সেলস ম্যানেজার জাহিদ আহমেদ। অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিভিন্ন বিদ্যালয়ের কিশোরীদের মাঝে সোসাল মার্কেটিং কোম্পানির সৌজন্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়।
Copyright © 2024 সকালের বাংলা. All rights reserved.