প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৮, ২০২৪, ৪:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১২, ২০২৩, ২:৪২ পি.এম
কান্দাপাড়াহাটে ব্যাপক গণংযোগ করে নৌকা মার্কায় ভোট চাইলেন – ড. জান্নাত আরা তালুকদার হেনরী।
আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ সদর উপজেলার ৯ নং কালিয়া হরিপুর ইউনিয়নের কান্দাপাড়া হাটে এবং তার আশ-পাশ এলাকায় ব্যাপক গণসংযোগ কালে লিফটেট বিতরণ করে- বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে নৌকা মার্কায় ভোট চাইলেন - দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশায়ী এবং সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক নারীনেত্রী ড. জান্নাত আরা তালুকদার হেনরী।
বৃহস্পতিবার (১২ অক্টোবর ) বিকেলে সদর উপজেলার কালিয়া কান্দাপাড়া হাটে ব্যাপক গণসংযোগ করার পর কান্দাপাড়া যুব সংসদে উপস্থিত স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মী এবং যুব সংসদের কর্মকর্তা ও সদস্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা গাজী সোরহাব আলী সরকার।
এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক নারীনেত্রী ড. জান্নাত আরা তালুকদার হেনরী তিনি তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নয়ন এখন দেশে-বিদেশে প্রশংসিত। উন্নত সমৃদ্ধি শালী স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কাজ করছেন। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট চাই আপনারা সবাই নৌকা মার্কায় ভোট দিবেন। নৌকাকে বিজয়ী করে চতুর্থবারে আবারো জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় বসাবে জনগন ইনশাআল্লাহ।
এ গণসংযোগকালে ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াদুদ নাসির, সদস্য বীরমুক্তিযোদ্ধা মিজানুর রহমান দুদু, সদস্য জিহাদ আল-ইসলাম জিহাদ, সিরাজগঞ্জ পৌর ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল করিম মুন্সি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ জাকিরুল ইসলাম লিমন, সাধারণ সম্পাদক সুমন রহমান, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবিলীগের সভাপতি আলী আহমেদ টুংকু, সাধারণ সম্পাদক টি.এম মাইনুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন,
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুল্লাহ বিন আহমেদ, সিরাজগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির সদস্য খালেদ মোশাররফ শাওন, ১১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ শামসুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, মরহুম মোতাহার হোসেন তালুকদার যুব পরিষদের সিরাজগঞ্জের সভাপতি মোঃ মনিরুল ইসলাম মুকুল জেলা যুবলীগ নেতা মোঃ ফরিদ আহমেদ , আঃলীগনেতা বিশিষ্ট ব্যবসায়ী আকবর আলী, আঃলীগনেতা আলতাফ হোসেন, তোফাজ্জল হোসেন, হাজী ইউসুফ আলী আকন্দ, আনোয়ার হোসেন মন্ডল, সাবেক ইউপি সদস্য খলিলুর রহমান খলিল, আঃলীগনেতা মোঃ হেলাল উদ্দিন জেলা কৃষকলীগের সাবেক সহ-সভাপতি মোঃ আঃ মালেক মোল্লা প্রমুখ ।
Copyright © 2024 সকালের বাংলা. All rights reserved.