প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৮:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২২, ২০২৪, ১:৫৭ পি.এম
কামারখন্দে পিজি ও নন পিজি সদস্যদের নিয়ে ” ব্যবসা পরিকল্পনা প্রণয়ন ” বিষয়ক দুই দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলায় পিজি ও নন পিজি সদস্যদের নিয়ে " ব্যবসা পরিকল্পনা প্রণয়ন " বিষয়ক দুই দিন ব্যাপী প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে।
এতে কয়েকটি ব্যাচের প্রশিক্ষণ করা হয়।
প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর অর্থায়নে এবং
কামারখন্দ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে
সোমবার সকাল ১১ টায় কামারখন্দ উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রশিক্ষণ হলরুমে উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ওমর ফারুক।
এসময়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ এর জেলা ট্রেনিং কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান জেলা ভেটেরিনারি কর্মকর্তা ডাঃ মোঃ সাহবুদ্দিন , কামারখন্দ উপজেলার সুযোগ্য উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মনিরুল ইসলাম সরকার, ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ ফরহাদ হোসেন চৌধুরী , মনিটরিং অফিসার মোঃ রাজু আহমেদ, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা দৃষ্টি নন্দিতা, এলএফএ মোঃ ওবায়দুল হক ও মোঃ হাসান আলী, এলএসপি এবং প্রশিক্ষণের সদস্যবৃন্দরা।
Copyright © 2024 সকালের বাংলা. All rights reserved.