প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ২:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৩, ২০২৩, ১:১৬ পি.এম
কালিয়াকৈরে দুটি সিলিন্ডার গ্যাসের দোকানে জরিমানা
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈরে গতকাল রোববার বিকেলে সিলিন্ডার গ্যাসের দোকানে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগে দুটি দোকানে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
এলাকাবাসী ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় যত্রতত্র গড়ে উঠেছে বিস্ফোরক অধিদপ্তরের অনুমোদনহীন সিলিন্ডার গ্যাসের দোকান। এসব দোকানে সিলিন্ডার গ্যাসের বোতল অতিরিক্ত দামে বিক্রি করছেন দোকানদাররা। এছাড়াও মূল্য তালিকা না টানানোসহ নানা ধরনের অনিয়মের অভিযোগে গতকাল বিকেলে উপজেলার কালিয়াকৈর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছেন উপজেলা প্রশাসন। এ ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। অভিযান চালিয়ে জি.কে এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা ও বন্ধু এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমান আদালতে উপস্থিত ছিলেন- উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, কালিয়াকৈর থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, অতিরিক্ত মূল্য আদায়সহ নানা অনিয়মের অভিযোগে দুটি দোকানে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। তবে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2024 সকালের বাংলা. All rights reserved.