প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ১১:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৩, ২:৪৫ পি.এম
কালিয়াকৈরে স্বতন্ত্র ও নৌকা প্রার্থীর কর্মীদের মধ্যে হামলা পালটা হামলা,
জিয়াউর রহমান, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈরে গাজীপুর-১ আসনে প্রচার-প্রচারণার সময় নৌকা প্রতীকের কর্মী ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে হামলা পালটা হামলার অভিযোগ পাওয়া গেছে । বোয়ালী ইউনিয়নের গাছবাড়ী আজিজ মার্কেট এলাকায় সোমবার রাতে এ ঘটনা ঘটেছে বলে জানা যায় । হামলায় উভয় পক্ষের ৩ জন আহত হয়েছেন। এ হামলার ঘটনায় উভয় পক্ষই থানায় পাল্টা পাল্টি দুটি অভিযোগ দায়ের করেছেন। অপরদিকে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র ও নৌকার সমর্থকদের জরিমানাও করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, স্বতন্ত্র প্রার্থীর কর্মী ও উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং বোয়ালী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য শরিফ আল মামুনসহ কয়েকজন মিলে সেমাবার রাত সাড়ে সাতটার দিকে উপজেলার বোয়ালি ইউনিয়নে গাছবাড়ি আজিজ মার্কেট এলাকায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ট্রাক প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণা ও পথসভা করতে যায়। এসময় স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের প্রার্থী রেজাউল করিম সেখানে উপস্থিত ছিলেন। স্বতন্ত্র প্রার্থী পথসভায় বক্তব্য দেওয়ার সময় ওই স্থানে নৌকার সমর্থকরা একটি শান্তিপূর্ণ ভাবে মিছিল নিয়ে যাওয়ার সময় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা তাদের মিছিলে বাধা দিয়ে মাইক বন্ধ করতে গেলে উভয় পক্ষের কর্মীদের মধ্যে ধাক্কা ধাক্কির ঘটনা ঘটে। এক পর্যায়ে সেখানে দুই গ্রুপের সমর্থকদের মধ্যে কিল-ঘুষিসহ মার ধরের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। এর আগে ২১ডিসেম্বর বড়ইবাড়ী এলাকায় পোস্টার লাগানোর সময় বোয়ালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সদস্য আব্দুর রউফ খান নৌকার সমর্থক শীল শান্ত রাজবংশীকে মারধর করে। এতে ওই এলাকায় সংখ্যালঘু পরিবারের ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।
পরে নৌকার সমর্থক সাজ্জাদ হোসেন ফারুক ওই এলাকায় তাৎক্ষনিক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান, আমরা নৌকার প্রচার-প্রচারণার জন্য শান্তিপূর্ণ ভাবে একটি মিছিল নিয়ে ওই এলাকায় পৌছলে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিমের উপস্থিতিতে তার কর্মী-সমর্থকরা উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং বোয়ালী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য শরিফ আল মামুনের নেতৃত্বে আমাদের বাধা দিয়ে মাইক বন্ধ করে দেয়। এসময় আমাদের সমর্থকরা উত্তেজিত হলে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা আমাদের কর্মীদের উপর হামলা চালায়। পরে উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং বোয়ালী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য শরিফ আল মামুন তার নিজের পাঞ্জাবি নিজে ছিড়ে ফেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালায়। এসময় হামলায় আমাদের ২ কর্মী আহত হন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফ এম নাসিম বলেন, ওই ঘটনায় দু পক্ষেরই অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Copyright © 2024 সকালের বাংলা. All rights reserved.