1. admin@sokalerbangla.com : সকালের বাংলা :
  2. info.jahid307ulipur@gmail.com : jahid Hossain : jahid Hossain
  3. naiknajmul@gmail.com : Najmul Hossain : Najmul Hossain
শনিবার, ১০ মে ২০২৫, ০৫:১১ পূর্বাহ্ন
শিরবাম:
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে টঙ্গী কলেজ গেটে মহাসড়ক অবরোধ উলিপুরে আল্লাহ ও নবী-রাসুলদের নিয়ে কটুক্তির অভিযোগে যুবক গ্রেপ্তার আশুলিয়ায় ছাত্র জনতা হত্যার একাধিক মামলার আসামি জামাই রনি আহমেদকে গ্রেফতার! বিরামপুরে গ্যাসের আগুনে দগ্ধ হয়ে গৃহবধূর মৃত্যু রায়গঞ্জে উদ্ভাবিত নতুন জাতের প্রিমিয়াম কোয়ালিটির বোরো ধান বিনা-২৫ চাষ করে সফলতা পেয়েছে কৃষক  উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় যুবলীগ নেতা গ্রেপ্তার সাভারে তিতাস গ্যাস অফিস থেকে শতাধিক মিটার চুরি ও অনিয়ম দুর্নীতির অভিযোগ! আশুলিয়ার ভাদাইলে রূপায়ন আবাসনের মাঠ থেকে দেশীয় অস্ত্র ও বোমা উদ্ধার! উলিপুরে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন শ্রীপুরে আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

কালিয়াকৈর দেশীয় অস্ত্রের মহড়া জমি দখলের চেষ্টা, আহত-৮

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধি ঃ
গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার সফিপুর রঙ্গারটেক এলাকায় অস্ত্রের মহড়া দিয়ে জমি জবর দখলের চেষ্টার অভিযোগ উঠেছে সফিপুর বাজার সমিতির সাধারণ সম্পাদক মোতালেবের বিরুদ্ধে। এ ঘটনাটি ঘটেছে গতকাল (০১সেপ্টেম্বর ) শুক্রবার দুপুরে। এতে আহত হয়েছে নারী, পুরুষসহ ৮জন। আহতরা হলেন, গাজীপুর জেলা কালিয়াকৈর উপজেলার সফিপুর রঙ্গারটেক এলাকার নায়েব আলীর ছেলে, আবুবকর(৩৫), স্ত্রী রাজেদা বেগম(৬০), আক্কেল আলী মুন্সির ছেলে নায়েব আলী(৭০), ইমরান হাসান মহরের ছেলে রাফিউল হাসান(২২), স্ত্রী ফারিয়া হাসান(৪০), উমেদ আলীর ছেলে বাইজিদ(১৮), স্ত্রী রহিমা বেগম(৩৫), এছাড়াও সোলাইমানের মেয়ে সুমাইয়া আক্তার (১৭)। তারা সকলে গাজীপুর জেলা কালিয়াকৈরে উপজেলার সফিপুর রঙ্গারটেক এলাকায় বাসিন্দা ও বাদী ফারিহা হাসানের আত্মীয়।
এলাকাবাসী, পুলিশ সূত্রে ও সরেজমিনে খুঁজ নিয়ে দেখা যায়, কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় মোহর আলী ও তার স্ত্রী ফারিহা হাসান দীর্ঘ কয়েক বছর যাবত ক্রয় সূত্রে সফিপুর মৌজায় আর,এস ৮৮ খতিয়ানের আর,এস ৮৫১দাগের ৯.৫০ শতাংশ ভূমির মালিক হয়ে ফারিহা হাসান তার পরিবার নিয়ে বসবাস করে আসছে। কিন্তু হঠাৎ করে ওই জমি মোতালেব হোসেন গংদের চোঁখে পরে। এছাড়াও ইতিমধ্যে ওই জমি নিজেদের দাবী করে কয়েক বার জবর-দখলের চেষ্টা করেন মোতালেব। এতে ফারিহা হাসান ক্ষুব্দ হয়ে গাজীপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত ‘ক’ অঞ্চলে বাদী হয়ে মোতালেবের বিরুদ্ধে ১৪৫ ধারায় একটি মামলা দায়ের করেন। এর জের ধরে গতকাল শুক্রবার দুপুরে মোতালেব গং দা, বটি, রামদাসহ দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে ওই জমি জবর দখলের চেষ্টা করে। এসময় মহরের স্ত্রীসহ পরিবারটি বাঁধা দিলে তাদের দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও মারপিট করতে থাকেন মোতালেব ও তার লোকজন। যদিও গাজীপুর আদালতে ১৪৫ধারার মামলা বিদ্যমান রয়েছে। ওই মামলার আদেশ হিসেবে শাস্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য কালিয়াকৈর থানা ও কালিয়াকৈর সহকারী কমিশনার (ভূমি)কে সরেজমিন পরিদর্শন করে রিপোর্ট প্রদানের আদেশ দেন আদালত। কিন্তু জোর পূর্বক ওই নালিশ জমি দখলের চেষ্টায় বাঁধা দিলে মহরের স্ত্রী ফারিহা হাসানসহ ৮জন গুরুত্ব আহত হন। এসময় আহত ফারিয়া ৯৯৯ ফোন দিলে পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে একই বিষয়ে পূর্ব পরিকল্পনা করে মোতালেব ও পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নায়েব আলী ও আবুবকর সিদ্দিকীকে আটক করে মৌচাক পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এছাড়াও ওই জমি নিয়ে গাজীপুর আদালতসহ মহামান্য হাইকোর্টে কয়েকটি মামলা চলমান রয়েছে।
মহরের স্ত্রী আহত ফারিহা হাসান বলেন, আমাদের ক্রয়কৃত জমিতে মোতালেব হোসেন বার বার দখলের চেষ্টা করে। এর জন্য আমি ইতিমধ্যে তার বিরুদ্ধে মামলা করেছি। সেখানে আদালত ওই নালিশী জমিতে কোন প্রকার কাজ না করার জন্য। এবং শান্তির লক্ষ্যে কালিয়াকৈর থানা ও কালিয়াকৈর সহকারী কমিশনার (ভূমি)কে সরেজমিনের দখলের আদেশ দেন।
অভিযোক্ত মোতালেব হোসেন মুঠোফোনে জানান, আমি ওই জমি জবর-দখল করতে যাইনি। মামলার বাদী আমার জমি দখল ও বাড়িঘর ভাংচুর করে। আমার ছোট ভাইও হাসপাতালে আছে। তবে দেশীয় অস্ত্রের মহড়া কেন দিয়েছেন, জানতে চাইলে উত্তর না দিয়ে এরিয়ে যান তিনি।
মৌচাক পুলিশ ফাঁড়ির ইনর্চাজ (ওসি) শহিদুল ইসলাম বলেন, এবিষয়ে দু’ই গ্রুপের কয়েকজনকে ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। পরে দু’ই পক্ষের লোকজনসহ গনম্যাণ লোকদের নিয়ে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved , sokalerbangla.com
Theme Customized BY LatestNews