প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ১২:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২২, ২০২৩, ২:০৬ পি.এম
কালিয়াকৈর সফিপুর তিতাস গ্যাসের অভিযানে এসে ৩হাজার পিচ ইয়াবা উদ্ধার, নারীসহ গ্রেফতার-২
কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার সফিপুর তিতাস গ্যাস বিপনন ও বিতরন কোম্পানী একটি টিম অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করতে এসে প্রায় ৩হাজার পিচ ইয়াবা উদ্ধার করেছে ভ্রাম্যমান আদালত। এসময় মাদক ব্যবসায় সাথে জড়িত থাকায় এক নারীসহ দুইজনকে গ্রেফতার করা হয়।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, আজ মঙ্গলবার দুপুরে তিতাস গ্যাস বিপনন ও বিতরণ কোম্পানী চন্দ্রা জোনাল অফিসের কর্মকর্তা গাজীপুরের সফিপুর এলাকায় কয়েকটি ভবণে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালক করে। কালিয়াকৈর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অনিন্দ্য গুহ এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে সফিপুর এলাকায় আপন টাওয়ারের তৃতীয় তলার বারান্দা থেকে ব্যাগ ভর্তি ইয়াবা নীচে ফেলে দেয় অপরাধী চক্রটি। পরে ভ্রাম্যমান আদালত ও স্থানীয়রা পুলিশে খবর দিলে। খবর পেয়ে মৌচাক পুলিশ ফাঁড়ির ঘটনাস্থলে এসে এগুলো ইয়াবা ট্যাবলেট নিশ্চিত হলে কালিয়াকৈর থানা পুলিশকে খবর দেয়। থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে ৩হাজার পিচ ইয়াবা উদ্ধারসহ মাদক ব্যবসায়ী স্বর্ণা আক্তার (২৩) ও মানিক হোসেন (২৮) কে গ্রেফতার করে।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট অনিন্দ্য গুহ জানান, ইয়াবাসহ গ্রেফতারকৃতদের পুলিশে দেয়া হয়েছে । তাদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা দেয়া হবে ।
Copyright © 2024 সকালের বাংলা. All rights reserved.