আলমগীর মোল্লা স্টাফ রিপোর্টার, গাজীপুর:
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দূর্বাটি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে ইসমাইল পালোয়ান (৪৫) নামে এক ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। নিহত ইসমাইল পলোয়ান বাড়ির মৃত আলাউদ্দিন পালোয়ানের দ্বিতীয় ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, ৩০ এপ্রিল সকাল ১১টার দিকে নিহতের ছোট ভাই আলামিন পালোয়ান জমিতে ধান কাটতে গেলে অভিযুক্ত তোফাজ্জল (৫০), সুফল (৩৫) ও তাদের সহযোগীরা তাকে মারধর করে ধান কাটা বন্ধ করে দেয়। পরে আলামিন বাড়ি থেকে বড় ভাই ইসমাইলকে ডেকে আনলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে তোফাজ্জল, সুফল, নবীল, সাবিনা, শিরিন ও মিতু মিলে ইসমাইলের উপর হামলা চালায়। তোফাজ্জল তার হাতে থাকা হাতুড়ি দিয়ে মাথায় এবং সুফল স্ক্রু ড্রাইভার দিয়ে গলায় আঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা ইসমাইলকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানা সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধ থেকেই এ হত্যাকাণ্ডের সূত্রপাত। এ বিষয়ে একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন এবং জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সাবেক ইউপি সদস্য মোফাজ্জল হোসেন মোমেন আকন্দ জানান, দীর্ঘদিন ধরেই জমিটি নিয়ে দুই পক্ষের বিরোধ চলছিল।