মোঃ আলমগীর মোল্লা, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের হরিদেবপুরের মুচিপট্টি এলাকায় চোলাই মদের গোপন কারখানায় অভিযান চালিয়ে মাটির নিচে লুকিয়ে রাখা মদের ড্রাম উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে স্থানীয়দের নেতৃত্বে এবং কালীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান চালানো হয়। অভিযানে চোলাই মদ তৈরিতে জড়িত ও সেবনকারী ৬ জনকে আটক করা হয়েছে। পরে স্থানীয়রা কারখানাটি ধ্বংস করে দেয়।
আটককৃতরা হলেন—শুভ রবিদাস, কানাই বাসকর, নিমাই বাসকর, নিমাই রবিদাস, নরেশ রবিদাস ও প্রান্ত রবিদাস। এরা সবাই হরিদেবপুর এলাকার বাসিন্দা।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিন বলেন, “স্থানীয়দের সহায়তায় মুচিপট্টি এলাকায় অভিযান চালিয়ে মাটির নিচে লুকানো অবস্থায় চোলাই মদের ড্রাম উদ্ধার করা হয়েছে। আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে।”
স্থানীয়দের এমন উদ্যোগে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।