কাশিমপুর (গাজীপুর), ১৭ এপ্রিল:
গাজীপুরের কাশিমপুর থানাধীন জিরানী বাজারের ড্রিমল্যান্ড গেস্ট হাউজে পুলিশের অভিযানে তিন জোড়া নারী-পুরুষসহ মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে হোটেল মালিকের ভাই ও আটজন কর্মচারী রয়েছেন। তবে অভিযান পরিচালনার পরের দিনই হোটেলটিতে পুনরায় অবৈধ কার্যক্রম চলার অভিযোগ উঠেছে স্থানীয়দের পক্ষ থেকে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল ১৬ এপ্রিল (বুধবার) গোপন তথ্যের ভিত্তিতে কাশিমপুর থানা পুলিশের একটি বিশেষ দল ড্রিমল্যান্ড গেস্ট হাউজে অভিযান চালায়। অভিযানের সময় হোটেলের একাধিক কক্ষে দেহ ব্যবসার মতো অনৈতিক কর্মকাণ্ড চলতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে জড়িতদের গ্রেফতার করে থানায় নেওয়া হয়।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, “আমরা অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেফতার করেছি। তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”
অভিযানের পরও হোটেলটিতে অবৈধ কর্মকাণ্ড অব্যাহত থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, প্রভাবশালী মহলের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে এখানে দেহ ব্যবসা পরিচালিত হয়ে আসছে, আর প্রশাসনের অভিযানেও স্থায়ীভাবে এর অবসান হচ্ছে না।
এ বিষয়ে গাজীপুর জেলা পুলিশের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, “অবৈধ কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর নজরদারি ও ব্যবস্থা নেওয়া হচ্ছে। কেউ আইনের ঊর্ধ্বে নয়।”
তবে স্থানীয়দের প্রশ্ন, “বারবার অভিযান চালানো হলেও কীভাবে হোটেলটি আবারও খুলে যাচ্ছে?” তারা চাইছেন, এ হোটেলটি স্থায়ীভাবে বন্ধ করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।