প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৮:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৮, ২০২৩, ১:২৭ পি.এম
কুড়িগ্রামে নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াতের ১৯ নেতাকর্মী গ্রেফতার
কুড়িগ্রাম প্রতিনিধিঃকুড়িগ্রামের উলিপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াতের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার(৮ অক্টোবর) সকালে দুর্গাপুর ইউনিয়নের গোড়াই আনন্দবাজার মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারের বিষয়টি ও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উলিপুর থানার এসআই আতিকুজ্জামানা আতিক।
গ্রেফতারকৃতরা হলেন- উলিপুর পৌরসভার কাচারীপাড়া এলাকার আবুল কাশেমের পুত্র মোঃ খায়রুজ্জামান (৬১), গোপিনাথপুর কুয়াতিরপাড় গ্রামের মতিয়ার রহমানের পুত্র মোঃ শামসুল আলম (৪৩), রফিকুল ইসলামের পুত্র মোঃ কামাল হোসাইন (২৩), গুল মহাজনের পুত্র মোঃ শাহেদ আলী (৫৩), রহমত উল্লাহর পুত্র মোঃ তৈয়ব আলী (৫৬), শহিদার রহমানের পুত্র আহাম্মদ আলী (৭০), আব্দুল মান্নানের পুত্র মোঃ রাকিবুল ইসলাম (২৫), শাহাজাহান আলীর পুত্র মোঃ মাহফুজার রহমান (৩০), ভেলুর খামার গ্রামের মুনসুর আলীর পুত্র মোঃ লুৎফর রহমান (৩৫) ও আব্দুল জব্বারের পুত্র মোঃ মজিবর রহমান (৬৫)।
অপরদিকে কুড়িগ্রাম সদর উপজেলার যতিনেরহাট এলাকা থেকে মিছিল শুরুর প্রাক্কালে জামায়াতের ৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা ও কুড়িগ্রাম সদর থানার ওসি মো. মাসুদুর রহমান জানান, গ্রেফতার জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Copyright © 2024 সকালের বাংলা. All rights reserved.