কুড়িগ্রামে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন মাহফুজুর রহমান


সকালের বাংলা প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৪, ২০২৪, ৩:২৯ অপরাহ্ন / ১৪১
কুড়িগ্রামে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন মাহফুজুর রহমান

জাহিদ আল হাসান, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মোঃ মাহফুজুর রহমান। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপার হিসাবে যোগদান করেন তিনি।

 

এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা ও কুড়িগ্রাম জেলা পুলিশে স্বাগত জানান সদ্য সাবেক পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম। সাথে আরো উপস্থিত ছিলেন- উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী, রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মমিনুল ইসলামসহ অন্যন্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

 

কুড়িগ্রাম পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার, কুড়িগ্রাম হিসেবে দায়িত্ব গ্রহণ শেষে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় করেন নবাগত পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান।