প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৪:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৩১, ২০২৪, ১২:৪৭ পি.এম
কুড়িগ্রামে প্রজেক্ট লার্নিং ও শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে উপজেলা পর্যায়ে প্রজেক্ট লার্নিং ও শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আরডিআরএস বাংলাদেশের বাস্তবায়নে, ইভাঞ্জেলিক্যাল লুথেরান চার্চ ইন আমেরিকার সহযোগিতায়, ট্রান্সবাউন্ডারি ফ্লাড রেজিলেন্স প্রজেক্ট ইন সাউথ এশিয়া প্রকল্পের ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
মুক্ত আলোচনা সভায় অংশগ্রহণ করেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আতাউর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেশকাতুল আবেদ, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার তারিফুর রহমান সরকার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোঃ রেজওয়ানুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহা. মাহতাব হোসেন, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা সকিনা খাতুন, উপজেলা সমবায় অফিসার সৈফুর রহমান মিয়া, বজরা ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম সরকার, উলিপুর থানার উপ-পুলিশ পরিদর্শক আতিকুজ্জামান, উলিপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্বাস আলী, প্রজেক্ট অফিসার এ. বি. এম হাসানুল কবির, ফিল্ড ফ্যাসিলিটেটর মাসুদ রানা, উম্মে সালমা প্রমুখ।
Copyright © 2024 সকালের বাংলা. All rights reserved.