প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ১১:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৩, ১২:৫০ পি.এম
কুড়িগ্রামে শিশু সুরক্ষায় করণীয় শীর্ষক ক্যাম্পেইন
জাহিদ আল হাসান, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে শিশু যৌন নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে শিশুদের সুরক্ষায় করণীয় শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার কাঠ পেন্সিল কুড়িগ্রাম জেলা টিমের আয়োজনে কুড়িগ্রাম সদর উপজেলার নুরনবী হলোখানা দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয় হল রুমে শিশু যৌন নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে শিশুদের সুরক্ষায় করণীয় শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা পরিষদের সাবেক সদস্য ও শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ "কালব" এর কুড়িগ্রামের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোছা. মাহবুবা বেগম, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শ্যামল কুমার রায়, কাঠ পেন্সিলের জেলা সমন্বয়ক কে.এম. রেজওয়ানুল হক নুরনবী প্রমুখ উপস্থিত ছিলেন।
ক্যাম্পেইনে শিশু যৌন নির্যাতন ও বাল্য বিবাহ প্রতিরোধ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে বর্তমান প্রেক্ষাপটের উপর আলোচনা করা হয়।পরে ক্যাম্পেইনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
Copyright © 2024 সকালের বাংলা. All rights reserved.