প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৪:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৫, ২০২৪, ৩:১০ এ.এম
কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান পদে ভোটের তারিখ ঘোষণা
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি ২০২৪ ইং ০৮:০০ এএম.
কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. জিলহাজ উদ্দিন নির্বাচনের সময়সূচি ঘোষণা করেন।
ঘোষিত সময় অনুযায়ী, আগামী ৯ মার্চ সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হবে।
আজ ২৫ জানুয়ারি থেকে শুরু করে আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলা নির্বাচন অফিসার ও সদর উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র বিতরণ ও গ্রহণ করা হবে। একইসঙ্গে অনলাইনেও মনোনয়নপত্র দাখিল করা যাবে। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১৫ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ১৬ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি। আপিল নিষ্পত্তি ১৯ ও ২০ ফেব্রুয়ারি। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি। প্রতীক বরাদ্দ ২৩ ফেব্রয়ারি।
জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. জিলহাজ উদ্দিন বলেন, নির্বাচনের তারিখ ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের সিদ্ধান্ত মোতাবেক ইভিএম-এ ভোট গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, কুড়িগ্রাম জেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাফর আলী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে প্রার্থী হতে তিনি গত ২০ নভেম্বর চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। ওই দিনই চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করে সরকার। দলীয় মনোনয়ন পেলেও মহাজোটের শরিক জাতীয় পার্টির সঙ্গে আসন ভাগাভাগির যাতাকলে পড়ে শেষ পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করেন জাফর আলী।
Copyright © 2024 সকালের বাংলা. All rights reserved.