প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৪:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৩, ২০২৪, ৮:২৯ এ.এম
কুড়িগ্রাম সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

জাহিদ আল হাসান, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে কুড়িগ্রাম সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, পৌর মেয়র মোঃ কাজিউল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মোঃ শামসুল আলম ও কুড়িগ্রাম সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম মোস্তফাসহ স্কুলের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের শুরুতেই জাতীয় পতাকা উত্তলন ও মনোমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় এবং এরপর শারীরিক বিভিন্ন কসরত প্রদর্শন করেন শিক্ষার্থীবৃন্দ। এছাড়াও বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
Copyright © 2025 সকালের বাংলা. All rights reserved.