ক্ষনিকের ভালোবাসা মিনিটের পরিচয় তুমি আজ বহুদূর তবুও মোর মনে হয়!


সকালের বাংলা প্রকাশের সময় : নভেম্বর ২৮, ২০২৩, ৩:৩৭ অপরাহ্ন / ৬৬১
ক্ষনিকের ভালোবাসা মিনিটের পরিচয় তুমি আজ বহুদূর তবুও মোর মনে হয়!

ক্ষনিকের ভালোবাসা মিনিটের পরিচয় তুমি আজ বহুদূর তবুও মোর মনে হয়!

হেলাল শেখঃ

সোনার মতো রূপটি তোমার

কাজল বরণ চুল

সাগর দুটি নয়ন যেন তুমি রাঙা গোলাপ ফুল।

চাঁদের মতো মুখটি তোমার মধুর মতো ভাষা,

ফুলের মতো মনটি ভেবে তোমাকে দিলাম ভালোবাসা,

মন কেড়েছো

প্রান কেড়েছো তুমি বড় চোর,

তোমার তরে ভেবে রাত্রি হলো ভোর।

ক্ষনিকের ভালোবাসা মিনিটের পরিচয়

তুমি আজ বহুদূর তবুও মোর মনে হয়

সেই ভালোবাসার স্মৃতির কথা।

ঝরিয়ে মরা পাতা ফুটাবে নতুন কলি

হয়তো শুকনো কোন গাছের ডাল,

আজ যা ভালো লাগে কাল তা বদলেও যেতে পারে।