আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার ৫ নং খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের ১,২,৩ নং ওয়ার্ডের তত্বাবধানে ২০২৪/২৫ অর্থ বছরের টি আর প্রকল্পের আওতায় ব্রাহ্মণবয়ড়া ঈদগাহ মাঠ সংলগ্ন দিয়ার পাঁচিল নতুন পাড়া রাস্তার কাজের উদ্বোধন করা হয়।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৮ টায় রাস্তা ও গাইড ওয়াল কাজের শুভ উদ্বোধন করেন, খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.আব্দুল মান্নান।
কাজের উদ্বোধন শেষে ইউপি সদস্য মো. আব্দুল মান্নান বলেন, ব্রাহ্মণবয়ড়া ঈদগাহ মাঠের পশ্চিম থেকে দিয়ার পাঁচিল নতুন পাড়া পর্যন্ত এই রাস্তা দিয়ে ৫ শতাধিক বাড়ী ঘর থেকে শত শত মানুষ চলাফেরা করে। এখানে একটি খাল রয়েছে এই খালের উপর একটি কালভার্ট রয়েছে। কিন্তু দুই সাইডে মাটি সরে যাওয়ায় এলাকার মানুষের যাতায়াতের জন্য ২০২৪/২০২৫ অর্থ বছরের টি আর প্রকল্পের আওতায় ৪০ ফুট মাটির রাস্তা ও গাইড অল নির্মাণের কাজ শুরু করা হলো। যাহার ব্যায় ধরা হয়েছে ২,৭৫,০০০/-।
এসময় খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি জয়নাল আবেদীন, সাবেক সাধারণ সম্পাদক বখতিয়ার ফিরোজ, সাবেক সদস্য সচিব সুলতান মাহমুদ, দিয়াড় পাঁচিল এলাকার মুরুব্বী আব্দুস কুদ্দুস তালুকদার, আব্দুল খালেক তালুকদার, ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নাজমুল হুদা তালুকদার, ২ নং ওয়ার্ড বিএনপি নেতা হাসান মুহুরী, আব্দুল বাতেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।