প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৮, ২০২৪, ৯:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০২৩, ১:৪৫ পি.এম
গরীব মেয়ের বিয়ের জন্য আর্থিক সহায়তা প্রদান করলেন – হাজী মোঃ আব্দুস সাত্তার
আজিজুর রহমান মুন্না , সিরাজগঞ্জ ঃ সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা গ্রামের গরীব ও অসহায় মোঃ মজনু সেখে'র মেয়ের বিয়ের জন্য আর্থিক সহায়তা প্রদান করলেন -বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, সিরাজগঞ্জ পৌরসভার ১০ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এবং সাবেক পৌরকাউন্সিল'র হাজী মোঃ আব্দুস সাত্তার।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধি মতি সাহেবের ঘাটে অবস্থিত সততা ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের অফিস হতে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। এসময়ে ব্যবসায়ী মোঃ আবু মুসা, জাহিদ হাসান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১১সেপ্টেম্বর ২০২৩ইং তারিখে সিরাজগঞ্জ সদর উপজেলার মেছড়া ইউনিয়নের শুড়ি মেছড়া নতুন জামে মসজিদ, শুড়ি মেছড়া পুরাতন জামে মসজিদ, বেঁতুয়া জামে মসজিদ, বেঁতুয়া পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়নের জন্য ২০'হাজার করে টাকা মোট ৮০ হাজার টাকা এবং ২ অস্বচ্ছল পরিবারকে ৩০হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা প্রদান করেন।
গত ২৬ আগষ্ট ২০২৩ইং তারিখে পা দিয়ে প্যাডেল মেরে রিক্সা চালিয়ে জীবন জীবিকা নির্বাহ করে এমন আরও ৪ জন অসহায় বৃদ্ধ রিক্সাচালক ধানবান্ধি গাবতলা এলাকার বাসিন্দা মৃত মোকতেল মন্ডলের ছেলে সোবাহান মন্ডল (৬০), বি.এল. স্কুল রোডের মৃত আব্দুল সেখের ছেলে নুর ইসলাম (৬৭), ডুবাপাড়ার মফিজ উদ্দিন এর ছেলে আবু বক্কার (৬৫) ও ধানবান্ধি জে.সি রোডের মৃত কুরমান আলী'র পুত্র মোকাদ্দেস আলী (৬৮) কে ৬৭হাজার টাকা মুল্যের ৪টি ব্যাটারী চালিত রিক্সা প্রদান করেছেন তিনি।
গত ২৪ জুন ২০২৩ইং তারিখে পুলিশ পরিচয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার সামনে অভিনব কায়দায় ১'লাখ ৩৪ হাজার টাকা ছিনতাই হওয়া পরিবারকে মানবিক দৃষ্টিতে সদর উপজেলার চন্ডিদাসগাঁতী গ্রামের মৃত সোহরাব আলী মন্ডলের বিধবা মেয়ে শাপলা খাতুনকে (২০ জুলাই ২০২৩ইং) তারিখে ৫০ হাজার টাকা হাতে তুলে দেন।
এছাড়াও প্রায় দিনই অনেক গরীব-দুখী মানুষের পাশে থেকে আর্থিক সহযোগিতা করে আসছেন।
Copyright © 2024 সকালের বাংলা. All rights reserved.