মোঃ রফিকুল ইসলাম, শ্রীপুর, গাজীপুরঃ
গাজীপুরের শ্রীপুরে মহুয়া কমিউটার ট্রেনের পাওয়ার কারে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুর ১টার দিকে আগুনে ক্ষতিগ্রস্ত ট্রেন সরিয়ে নেওয়ার পর রেল যোগাযোগ পুনরায় চালু হয়। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, সকাল সাড়ে ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
মহুয়া ট্রেনের পরিচালক শাহাদাত হোসেন জানান, শ্রীপুর রেলওয়ে স্টেশনের কাছে পৌঁছার আগে ট্রেনের জেনারেটর বগিতে আগুন দেখতে পেয়ে যাত্রীরা চিৎকার শুরু করেন। দ্রুত ট্রেন থামিয়ে যাত্রীদের নিরাপদে নামতে সহায়তা করা হয়। স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করা হয় এবং ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তবে এর মধ্যেই জেনারেটর বগিটি সম্পূর্ণ পুড়ে যায়।
ট্রেনের সহকারী লোকো মাস্টার আজিজুর রহমান জানান, সাতখামাইর রেলওয়ে স্টেশনের কাছাকাছি পৌঁছালে ছাদে থাকা যাত্রীরা আগুনের বিষয়টি টের পান এবং চিৎকার করেন। এরপর দ্রুত ট্রেন থামানো হয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. মামুন বলেন, বেলা ১১টার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ২৩ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জেনারেটরের অতিরিক্ত তাপমাত্রার কারণে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।
জয়দেবপুর রেলওয়ে স্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ খাইরুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের পর ঢাকা-ময়মনসিংহ রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরে ক্ষতিগ্রস্ত বগি সরিয়ে নেওয়ার পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
এই ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ তদন্তের উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।