চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন বলেছেন, ফ্যাসিবাদ পতনের পর জাতি যখন নির্বাচনের জন্য উদগ্রীব হয়ে আছে, তখন ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের শক্তির মধ্যে বিভেদ, দ্বন্দ্ব ও সন্দেহ সৃষ্টি করা হচ্ছে। জাতীয় ঐক্যে বিভাজন সৃষ্টি করে জনমনে হতাশা তৈরি করা হচ্ছে সুকৌশলে। এতে পতিত ফ্যাসিস্ট এবং আধিপত্যবাদী শক্তি লাভবান হবে, ভূলুণ্ঠিত হবে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা। রাষ্ট্রীয় ক্ষমতার লোভে নির্বাচন ছাড়াই ক্ষমতাবান হওয়ার জন্য একটি শক্তি হঠাৎ নিজেদের মতবাদ দেশবাসীর ওপর চাপিয়ে দিচ্ছে। সংস্কারের নামে নির্বাচন প্রলম্বিত করা হচ্ছে। তাই জনসমস্যা নিরসনে অতি প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিন।
তিনি রবিবার (২৩ মার্চ) বিকালে নগরীর চকবাজার বাজার কাঁচা বাজারের সামনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় পবিত্র মাহে রমজান উপলক্ষে চকবাজার ওয়ার্ডের অসহায় রোজাদারদের মাঝে ইফতার বিতরনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, জনগণের রায়ে তারেক রহমান রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে ৩১ দফার আলোকে রাষ্ট্র কাঠামো মেরামত ও জনকল্যাণে বৈপ্লবিক পরিবর্তন আনবেন। ফ্যামিলি কার্ড, সকলের জন্য চিকিৎসা, শিক্ষা, কর্মসংস্থান, বেকারভাতাসহ যুগান্তকারী পদক্ষেপ নেবেন। দুর্নীতি, লুটপাট বন্ধ করে মাঠে ঘাটে, কল কারখানায় উন্নয়ন উৎপাদনের জোয়ার সৃষ্টি করবেন।
চকবাজার ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মন্জুর আলম মন্জুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ হালিম বাবলুর পরিচালনায় এতে
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য মো. মহসিন, মাহবুব রানা। উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা সালাউদ্দীন কাওসার লাবু, নকিব উদ্দিন ভূঁইয়া, শফিকুল ইসলাম, আবু আহমেদ, স্বেচ্ছাসেবকদল নেতা নুরুল আলম শিপু, বিএনপি নেতা জসিম উদ্দীন, জাহেদুল হক, আলী হায়দার বাবু, ইকবাল হোসেন জিসান, মো. আনাছ, জাবেদ জুবায়ের, শিহাব খালেদ মুন্না, ইমরান হোসেন লিটন, রিপন আহমেদ প্রমূখ।