মোঃ রফিকুল ইসলা, শ্রীপুর, গাজিপুর।
আমতলী, মুলাইদ, শ্রীপুর, গাজিপুর। হযরত সুমাইয়া (রাঃ) ক্বাওমী মহিলা মাদ্রাসার চতুর্থ বার্ষিক পরীক্ষায় কৃতিত্ব শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ ২০২৫), পবিত্র মাহে রমজানের ২৫ তারিখ, মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব হুসাইন আহমেদ (বাসাহাটি, নান্দাইল, ময়মনসিংহ)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক শামীম আহমেদ প্রধান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, শ্রীপুর উপজেলা কৃষক দল এবং সিনিয়র সহ-সভাপতি, শ্রীপুর উপজেলার ক্লাব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবুল কাশেম, সাধারণ সম্পাদক, শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাব। এছাড়াও আমন্ত্রিত উলামায়ে কেরামদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা নুরহাম উদ্দিন (দা. বা.), মুক্তি শরিউল্লাহ কাসেমী (দা. বা.), মাওলানা মাহফুজুল করিম, মাওলানা শফিকুল ইসলাম, হাফেজ শরিফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবু ইউসুফ, মোঃ জাহাঙ্গীর আলম ও মোঃ আলমগীর হোসেন।
অনুষ্ঠানে বক্তারা কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং মাদ্রাসার শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের সহযোগিতা কামনা করেন। শেষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে দেশের শান্তি, সমৃদ্ধি এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে মোনাজাত করা হয়।