আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নে জেন্ডার ইক্যুয়ালিটি ফোরাম ফরমেশন মিটিং অনুষ্ঠিত হয়েছে । জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)র আয়োজনে এবং মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এর সহযোগিতায়- নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ডঃ এমপাওয়ারহার প্রজেক্টের কার্যক্রমের অংশ হিসেবে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সকল ওয়ার্ডের প্রতিনিধিদের নিয়ে ইউনিয়ন জেন্ডার ইক্যুয়ালিটি ফোরাম ফরমেশন মিটিং
সোমবার (১৯মে-২০২৫) সকালে চান্দাইকোনা ইউনিয়ন পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উক্ত মিটিংয়ে সভাপতিত্ব করেন, চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান। মিটিংয়ে উপস্থিত ছিলেন চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের ১,২ ও ৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার মোছাঃ নার্গিছ বেগম, ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা মেম্বার মোঃ হালিমা বেগম, ৩ নং ওয়ার্ডে মেম্বার মোঃ জহুরুল ইসলাম , ৬ নং ওয়ার্ডের মেম্বার মোঃ হায়দার আলী সহ ইউনিয়নের গন্য মান্য ব্যাক্তি বর্গ ইয়ুথ লিডার উপস্থিত ছিলেন।
মিটিংটি পরিচালনা করেন, এনডিপি’র প্রতিবন্ধিতা ও শিক্ষা কর্মসুচির উপব্যবস্থাপক এবং ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস মনিটরিং অফিসার শিপন চন্দ্র নাগ।
সভায় নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ড এমপাওয়ার হার প্রজেক্টের লক্ষ্য উদ্দেশ্য, কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এবং আজকের সভার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনা শেষে নারীর ক্ষমতায়ন বিষয়ে কাজ করার জন্য বা তাদের ক্ষমতায়ন নিশ্চিত করার জন্য উক্ত প্রজেক্টের আওতায় ৩০ সদস্য বিশিষ্ট চান্দাইকোনা ইউনিয়ন জেন্ডার ইক্যুয়ালিটি ফোরাম গঠন করা হয়। তার মধ্যে সভাপতি হিসেবে নির্বাচিত হয় মোঃ আব্দুল মান্নান সেখ, সহ-সভাপতি মোছাঃ আশা খাতুন, সম্পাদক মোছাঃ জান্নাতী খন্দকার নির্জনা, সহ-সম্পাদক মোঃ সোাহাগ শেখ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মোছাঃ পারভীন খাতুনকে উপস্থিত সকলে সর্ব সম্মতিক্রমে দায়িত্ব প্রদান করেন।
সভার সভাপতি সহ উপস্থিত সকলে এই কার্যক্রমের প্রশংসা করেন, এবং প্রজেক্টটি যথাযথ ভাবে বাস্তবায়নের জন্য উপস্থিত সকলে সার্বিক সহযোগিতা করবেন বলে বক্তব্য পেশ করেন।