৫ মে, সোমবার ঢাকাঃ
চার মাস চিকিৎসা শেষে আগামী সোমবার (৫ মে) লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, “ম্যাডামের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। সবকিছু ঠিক থাকলে নির্ধারিত ফ্লাইটেই তিনি দেশে ফিরবেন।”
বিশেষ ব্যবস্থায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে দেশে ফেরানো হবে তাকে। সফরসঙ্গী হিসেবে থাকবেন তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমান, কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি, ডা. জাহিদ হোসেন, চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. আমিনুল হক চৌধুরী, এপিএস মাসুদুর রহমান এবং দুই গৃহপরিচারিকা ফাতেমা বেগম ও রূপা হক।
উল্লেখ্য, ২০১৮ সালে দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়ে খালেদা জিয়া পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। করোনা মহামারির সময় তিনি শর্তসাপেক্ষে মুক্তি পান। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনে সরকার পতনের পর রাষ্ট্রপতির আদেশে মুক্তি পান তিনি। আদালত বাতিল করেন তার বিরুদ্ধে থাকা দুর্নীতির মামলার রায়।
চলতি বছরের ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেওয়া হয়। ১৭ দিন চিকিৎসা শেষে বর্তমানে ছেলে তারেক রহমানের লন্ডনের বাসায় রয়েছেন তিনি। দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট ও ডায়াবেটিসসহ নানা জটিলতায় ভুগছেন খালেদা জিয়া। এবার দীর্ঘ সময় পর পরিবারের সদস্যদের সঙ্গে লন্ডনে ঈদ উদ্যাপন করেছেন তিনি।