প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১১, ২০২৫, ৭:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৯, ২০২৫, ৯:২১ এ.এম
চিলমারীতে ইয়াবাসহ গ্রেপ্তার ৪

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে ৫২ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার রমনা গুড়াতি পাড়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে হালিম বাদশা (৩৮), বহরেরভিটা গ্রামের আব্দুল মান্নানের ছেলে রেজাউল করিম (২৮), রাজারভিটা গ্রামের আমিনুল ইসলামের ছেলে রায়হান মিয়া (২২) ও সবুজ পাড়া গ্রামের আলমগীর হোসেন চৌধুরীর ছেলে মেহেদী হাসান চৌধুরী (৩৩)।
পুলিশ জানায়, মঙ্গলবার গভীররাতে গোপন সংবাদের ভিত্তিতে থানাহাট ইউনিয়নের বড় কুষ্টারী এলাকায় অভিযান চালিয়ে মাটিকাটা মোড় থেকে জোড়গাছ বাজার গামী পাকা রাস্তার উপর ৫২পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে আটক করা হয়।
চিলমারী থানার অফিসার ইনচার্জ(ওসি) মুশাহেদ খান জানান, আটক মাদক কারবারিদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেল-হাজতে পাঠানো হয়েছে।
Copyright © 2025 সকালের বাংলা. All rights reserved.