জানা গেছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরাধীন শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প (দ্বিতীয় পর্যায়) এর আওতায় সারাদেশের ৯হাজার ১টি শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে। ল্যাব সমুহ সঠিকভাবে পরিচালনা,ব্যাবহার ও রক্ষাণাবেক্ষণের জন্য শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের আইসিটি ইন এডুকেশন লিটারেসি, ট্রাবলস্যুটিং এন্ড মেইনটেন্যান্স বিষয়ক দশ দিন ব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়। সে মোতাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরাধীন চিলমারী উপজেলা কার্যালয়ের উদ্যোগে চিলমারী মহিলা ডিগ্রী কলেজ শেখ রাসেল ডিজিটাল ল্যাবে দশ দিন ব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হয় গত মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) যা চলার কথা ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। প্রশিক্ষণে ৩টি কলেজ, ১টি মাদ্রাসা ও ৫টি মাধ্যমিক বিদ্যালয় মিলে মোট ৯টি প্রতিষ্ঠানের ৩৬জন শিক্ষক অংশ গ্রহণ করেন। কিন্তু দশ দিনের প্রশিক্ষনের স্থলে ৫দিন প্রশিক্ষণ দিয়ে শনিবার প্রশিক্ষণ কার্যক্রম শেষ করা হয়। ৫দিনে প্রশিক্ষণ কার্যক্রম শেষ করা হলেও প্রশিক্ষণার্থীদের নিকট দশ দিনের হাজিরা নেয়া হয়েছে বলে প্রশিক্ষনার্থীরা জানান। সরকারীভাবে গৃহিত প্রশিক্ষণ প্রকল্পের প্রশংসা করে প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষকরা জানান, দশ দিন ব্যাপি প্রশিক্ষণ নিতে পারলে তারা আরও অনেক কিছু জানতে এবং শিখতে পারতেন। প্রশিক্ষণে অংশ নেয়া থানাহাট এ ইউ পাইলট বালিকা বিদ্যালয়ের শিক্ষক জয়নুল আবেদীন বলেন, বিভিন্ন কারনে সময় স্বল্পতার কারনে ১০ দিনের প্রশিক্ষণ ৫ দিনে নেয়া হয়, তবে দু’বেলা করা হয়েছিল।
রাণীগঞ্জ বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মেজবাহুল আলম বলেন, কিছু কিছু সময় বড় বড় স্বার্থের কারনে ছোট ছোট স্বার্থ ত্যাগ করতে হয়।
সংশ্লিষ্ট দপ্তর জানেন জানিয়ে প্রশিক্ষণের দায়িত্বে থাকা ভেন্ডর প্রতিষ্ঠানের কো-অডিনেটর ওয়ালিউল্লাহ বলেন, শিক্ষকদের সময় না থাকায় দু’বেলা প্রশিক্ষণ চালানো হয়েছে, আমরা প্রশিক্ষণ সঠিক ভাবে দিয়েছি।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর চিলমারীর সহকারী প্রোগ্রামার জ্যোতির্ময় দেবনাথ বলেন, প্রধান শিক্ষকরা শিক্ষক দিতে চাচ্ছেন না। এজন্য শিক্ষকদের বলে মধ্যাহ্ন ভোজের পরে সেসন চালিয়েছি। ডাবল শিফটে প্রশিক্ষণ দিয়ে দশ দিনের প্রশিক্ষণ ৫দিনে শেষ করেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাফিউল আলম জানান, প্রশিক্ষণ দশ দিন ব্যাপী চলার কথা। এ বিষয়ে কথা বলে দেখতে হবে।
এদিকে ১০ দিনের প্রশিক্ষন ৫ দিনে শেষ করায় প্রশিক্ষনের লক্ষ্য উদ্দেশ্য কতটুকু ফলপ্রসূ হবে এনিয়ে সচেতন মহলের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।